Wednesday, June 28, 2017

ভোল্‌গা থেকে গঙ্গা

রাহুল সাংকৃত্যায়ন এর এই বইয়ের কথা প্রথম জেনেছিলাম মেহেদী ভাইয়ের একটা রিভিউ পোস্ট থেকে। বইটা নীলক্ষেত থেকে সংগ্রহ করার পর অনেকদিন পড়ে দেখা হয়নি। গত মাসের শেষ/এ মাসের শুরুর দিকে পড়া শুরু করেছিলাম। জাস্ট দারুণ... পড়তে যাই আর প্রায় কয়েক পেজ পরপরপই কয়েকবার করে গুগল আর উইকিপিডিয়া ঘাঁটি। অসাধারণ ইনফরমেটিভ একটি বই আর গল্প বলার ধরন পুরোই অন্যরকম। এরকম আরেকটি বই পড়েছিলাম পলিটেকনিকে পড়াকালিন সময়ে। সুনীল গঙ্গোপাধ্যায় এর "সেই সময়" । এই বইটিও এরকমই। গল্প বলার ধারায় ইতিহাস বলেছেন সুনীল বাবু। আমি সাধারনত একটু স্পিডী রিডার। কিন্তু এই বইটি আস্তে আস্তে সময় নিয়েই পড়ছি। পড়া শেষ হলে আবার পড়তে হবে। "সেই সময়" কিনে এনে রেখেছি আবার পড়ব বলে।

No comments:

Post a Comment