Sunday, December 31, 2017

বিচ্ছু (নভেম্বর ২০১৭ - ডিসেম্বর ২০১৭)

গত দুমাসে বিচ্ছুর জন্য করা প্রিয় কিছু কাজ। এর মাঝে করা সব ইস্যুর বাকি কাজগুলি পাওয়া যাবে এখানে











যেমন গেলো ২০১৭ আর ২০১৮ এর চাওয়া!

এক মাসের উপর হয়ে গেলো ব্লগে ব্লগর ব্লগর করিনা। বিভিন্ন কাজের চাপে ছিলাম আর আলসেমি করেও লেখা হয়নি। আজ কাজের ফাঁকে ইন্সটাগ্রামে অনেকের পুরনো বছরের প্রাপ্তি, নিউ ইয়ারস ইভ আর নতুন বছরের প্রস্তুতির পোস্ট দেখে ভাবলাম দেখা যাক কি কি করলাম ২০১৭ তে আর ২০১৮ তে কি কি চাওয়ার আছে আমার।

২০১৭ এর কিছু উল্লেখযোগ্য প্রাপ্তি যেগুলি থেকে আমি কিছু না কিছু শিখতে পেরেছি;
১) বইমেলায় পাঞ্জেরী পাব্লিকেশন থেকে লেখক "ইমদাদুল হক মিলন" এর একটা গল্পে আর আমার আঁকায় একটা কমিক্স প্রকাশিত হয়েছে । যদিওবা এই কাজটা শেষ করেছিলাম ২০১৬ এর ডিসেম্বরে কিন্তু পাব্লিশ ২০১৭ এর ফেব্রুয়ারিতে হওয়ায় ২০১৭ এর প্রজেক্ট হিসেবেই ধরে নিলাম। এটা ছিল আমার প্রথম কাজ করা কমপ্লিট একটা কমিক্স প্রজেক্ট।
২) বছরের মাঝামাঝিতে এসে যুগান্তর এর চাকরিতে একটু থিতু হয়েছি। এর আগে অনেকদিন "চাকরি করবোনা ভাল্লাগেনা" এই ব্যাপারটা ছিলো।
৩) NCTB এর ২০১৮ সালের নবম-দশম শ্রেনীর বই রি-ডিজাইন প্রকল্পে একটুখানি জড়িত থাকার সুযোগ পেয়েছি গুরু মেহেদী ভাই এর বদৌলতে। আগামীকাল ৩৫ কোটি নতুন বই পৌঁছে দেওয়া হবে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে। এর মধ্যে ১৫ লক্ষ পদার্থবিজ্ঞান বইয়ের চিত্রাঙ্কন ক্রেডিটে মেহেদী ভাই আসিফ ভাই মিতু আপুদের নামের পাশে আমার নামটা দেখা যাবে ভেবে ভাল্লাগলো খুব। এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ব্লগপোস্টে
৪) আসিফ ভাইয়ের সাথে একটা সরকারি কমিক্সে কাজ করেছি। মুলত আমি ফ্ল্যাটার হিসেবে কাজ করেছিলাম।
৫) একটা ৩৮ পেইজের সাই-ফাই কমিক্স নামিয়ে দিয়েছি এক ক্লায়েন্টের জন্য। এই কমিক্সে টানা তিনমাস কাজ করেছিলাম। যা জানি পারি তা ঢেলে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমার করা প্রথম সিরিয়াস কমিক্স। শিখেছি বেশ কিছুই আবার বুঝতে পেরেছি কিসে কিসে আমার জোর দিতে হবে।
৬) এ বছরের সবচেয়ে বড় পাওয়া ছিল মেহেদি ভাইয়ের "ঢাকা কমিক্স" এর সাথে কাজ করতে পারার সুযোগ। এই এক বছরে অনেক কিছুই জানা হয়েছে বুঝা হয়েছে স্টুডিওতে গিয়ে বসে থেকে, আড্ডা মেরে, মেহেদী ভাই আর আসিফ ভাইয়ের কাজ দেখার সুবাদে। আমি সুযোগ পেলেই চলে যাই স্তুডিওতে। শেখার, জানার একটা বেশ ভাল পরিবেশ আছে। আমি লাকি। মেহেদী ভাইয়ের কাছেপিঠে বসে শেখার সুযোগ পাচ্ছি। :)


এসব ছাড়াও বিচ্ছুর জন্য কাজ করা হয়েছে অনেক। নিজের জন্য এঁকেছি। স্কেচবুক ভরিয়েছি বেশ কিছু, ফ্রিল্যান্সে বাইরের দেশের কিছু কাজ করেছি পরিচিত ক্লায়েন্টদের জন্য। কয়েকটি সাইটের জন্য কাজ করা হয়েছে কিছু। মোটামুটি বুঝার চেষ্টা করেছি কার জন্য কাজ করতে হবে, কিভাবে ক্লায়েন্ট এর সাথে ডিল করতে হবে এসব খুঁটিনাটি কিন্তু ইম্পরট্যান্ট ব্যাপারগুলি। জেশ্চার ড্রয়িং করেছি বাসায় বসে বসে। সেদিন quickposes এর লগে দেখলাম ৩০০০এর কাছাকাছি ফিগার ড্রয়িং করেছি মাত্র। ফাঁকিবাজি হয়েছে মোটামুটি। এখনো লাইভ ফিগার ড্রয়িং এ গেলে আমার হাত কাঁপে, পারিনা। ব্যাপারটা কে দেখতে হবে সামনের বছর। বাসার আমার রুমের স্টুডিওটাকে নতুন ভাবে সেটআপ করেছি। নতুন একটা ডেস্কটপ কম্পিউটার কেনার কথা ছিল ডিসেম্বরেই। কিন্তু কেনা হলোনা। আগামী এক দু মাসের মধ্যেই কেনার চেষ্টা করতে হবে। পুরনো ল্যাপটপটাতে কাজ করতে ঝামেলা হচ্ছে একটু। ফ্যামেলী মেম্বার, পরিচিত আর্টিস্ট কমিউনিটি আর বন্ধুদের সাথে বেশ কোয়ালিটি টাইম পাস হয়েছে এইবছর। একসাথে আড্ডা, ঘুরাঘুরি, সিনেমা দেখা, এখানেওখানে এইতো। সব মিলিয়ে ২০১৭ বেশ ভালভাবেই কেটেছে আমার।

২০১৮ এর চাওয়া; 
চাওয়া তো আসলে অনেক। কিন্তু  এখনো পর্যন্ত এই চাওয়াগুলি ফিক্সড হয়েছে মনের ভেতর
১) ড্রয়িং অ্যাডভান্সড করতে হবে আরেকটু। এখনো আগের স্টাইলে আর স্কিলে আটকে আছি বলে মনে হয় আমার। :/
২) বেশি বেশি কমিক্স প্রজেক্টে কাজ করা।
৩) আমার আর বাবলু ভাইয়ের কমিক্স 'কিকিট' এর কাজ শেষ করা যেভাবেই হোক।
৪) ফিগার ড্রয়িং আর পারস্পেক্টিভ ড্রয়িং এ হাত একেবারে নেই বললেই চলে আমার। এ বছর এই দুটা সাবজেক্ট নিয়ে স্টাডি করতে হবে একটু সিরিয়াস ভাবেই।
৫) সর্বশেষ ২০১৭ তে যা জেনেছি বা যা করেছি তার চাইতে বেশি জানার, করার ইচ্ছা আছে ২০১৮ তে।

আপাতত এইগুলি চাওয়া। দেখা যাক কেমন যায় ২০১৮।
সবার নতুন বছর ভাল যাক এই কামনায়। :)