Tuesday, August 27, 2019

Radio Dhol Limited Edition Show & DGcon 2019

রেডিও ঢোল 
গত মাসের নয় তারিখে রেডিও ঢোল থেকে ডাক পেয়েছিলাম কায়সার কবির ভাইয়ের শো লিমিটেড এডিশনে আড্ডা মারার জন্য। গিয়ে আড্ডা মেরে এসেছিলাম কায়সার ভাইয়ের সাথে। কথা বলেছিলাম লুঙ্গিম্যান সহ আমার বিভিন্ন প্রজেক্ট আর প্রিয় কমিক্স+কমিক্স আর্টিস্টদের নিয়ে। দারুণ মজার মানুষ একটা এই কায়সার ভাই। 

(রেডিও ঢোলের স্টুডিওতে। অনেক কষ্টে নিঃশ্বাস চেপে রেখে ভুরি লুকিয়েছিলাম। :3)

DGCon 2019
এই বছরের মার্চ মাসে মাইটি পাঞ্চ স্টুডিও এর সামির ভাই ডাক দিলেন মিস শাবাস এর তিন নাম্বার ইস্যুতে কাজ করার জন্য। পেন্সিলিং ছিল আসিফ ভাইয়ের তাই টুক করে রাজি হয়ে গেলাম। ২০ পেইজের এই কমিক্সে দশ পেইজের ইঙ্ক আর কালার করেছিলাম আমি। গল্পটা খুবি দারুণ আর ইন্টেরেস্টিং এই সংখ্যার। যার কারনে কাজ করে মজা পেয়েছিলাম। বইটা পাবলিশ হলো এপ্রিলে আর জুলাইয়ের ১৯ তারিখে হয়ে যাওয়া DGCon 2019 এ আপকামিং কমিক্স আর পাবলিশড কমিক্স নিয়ে মাইটি পাঞ্চের প্যানেল ডিসকাশন ছিল। সে কারনে সামির ভাই থাকতে বললেন প্যানেলে। 

১৯ তারিখে গেলাম ভেন্যু যমুনা ফিউচার পার্কে। বেশ দারুণ লেগেছে অভিজ্ঞতাটা। কিছু ছবি তুলে রাখি ব্লগে।



জীবনের প্রথম কমিক্স প্যানেল ডিসকাশন। থ্যাংকস টু মাইটি পাঞ্চ স্টুডিও।

No comments:

Post a Comment