Friday, September 28, 2018

যে কারনে আমি ফ্রি তে আর্ট রিলেটেড কাজ করি না!

আমি সাধারণত ক্যারিকেচার পোর্ট্রেট এসব আঁকিনা। কার্টুন, কমিক্স এর ক্যারেক্টার আঁকি আর বই আর অনলাইন প্ল্যাটফর্মের জন্য ইলাস্ট্রেশন করি। আসলে বেশিরভাগ সময় আমার আঁকা ক্যারিকেচারের চেহারা মেলে না বলে আঁকিনা। মাঝে মাঝে ইচ্ছে হলে আঁকা শুরু করি কারো ফেসবুক প্রোফাইলের ছবিতে হানা দিয়ে। একটু আধটু মিলে যায়। সাধারণত তাদের ছবিই আঁকি যারা কখনো আমাকে তাদের ছবি আঁকার জন্য রিকুয়েস্ট করেন নাই। তারা হঠাৎ আঁকা ছবি পেয়ে খুব খুশি হন। ভাল্লাগে। 
কিন্তু কেউ যখন ছবি এঁকে দেওয়ার জন্য বা আমার কাছে ডিজাইন চেয়ে আবদার করে তখন আমি সরাসরিই বলি ছবি আঁকতে টাকা লাগবে। ফ্রি তে কাজ করিনা আমি। অনেকে বেজার হন আমার উপর, হয়তো ব্রলোক, ট্রলোকও বলেন। আসলে আমি কিন্তু গরিব। 
কেন ফ্রি তে কাজ করিনা? আজকে ফেসবুকে এক ফেলো আর্টিস্ট এর পোস্টে কমেন্ট করতে করতে মনে পড়ে গেলো ঠিক কবে আমি রিকুয়েস্ট এর ছবি আঁকা বা কাজ করা ছেড়েছিলাম। যখন ছবি আঁকা শুরু করেছিলাম তখন প্র্যাকটিস এর অংশ হিসেবেই এর তার ছবি আঁকতাম। কেউ রিকুয়েস্ট করলেই আঁকার চেষ্টা করতাম। পারতাম না। কিচ্ছুই হতোনা। এরপরও দিতাম। এর মধ্যে একদিন একজন বলল দাদা আমার একটা ছবি এঁকে দেন। দিলাম এঁকে একদিন সময় নিয়ে। সে ছবি পেয়ে বলল। হুমম... দাদা এটা ভাল করে আঁকেন নাই। আরেকটা ভাল করে এঁকে দেবেন একদিন কিন্তু। আমি এহেহেহে করে বাই বললাম। সেদিন কান ধরেছিলাম আমি। পারি আর না পারি ফ্রি তে কাজ করবোনা কারো জন্য আর। ফ্রি পাইলে লোকে দাম দেয়না। এই কথাটার সত্যতা সেদিন পেয়েছিলাম আমি।
ভাই আমি কেমন আঁকি সেটাতো আমার কাজ দেখেই বুঝা যায়। আপনার ছবি আঁকলে আমি আমার মোট পচা করেই আঁকবো এবং যেহেতু এটা আপনার রিকুয়েস্ট সেহেতু আমার আঁকা পচা ছবিই আপনাকে খুশি হয়ে গ্রহন করতে হবে। আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে একজন মানুষ তার জীবনের কিছু মিনিট/ঘন্টা আপনার জন্য ব্যয় করেছে ফ্রি তে। আপনাকে সেটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। ওই টেরিবল ঘটনার পর থেকে আমি পোর্ট্রেট ক্যারিকেচার এসব করতে ভয় পাই। আমার মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে আমি মনে হয় কোনদিন কারো চেহারা আঁকতে পারবোনা। এটা নিয়ে মন খারাপ হতো। পরে এটা কাটিয়ে উঠি এটা রিয়েলাইজ করার পর যে সবাইকে সবকিছু পারতে হবে এমন কথা নাই। চেহারা নাই বা আঁকলাম। পেরা নাই। আঁকার মতো জিনিসের অভাব নাই দুনিয়াতে।
আর ইদানীং মাঝে মাঝে আমার পেইজে মেসেজ পাই,
"ভাইয়া আমি আপনার ফ্যান।
আমার একটা ছবি এঁকে দেন"
জি না আমি আপনার ছবি আঁকবো না । Being fan is not enough when you are asking for a work from a professional. Your facebook like doesn't pay his bills. Your payment does. Thank you for understanding.
বিঃদ্রঃ এক্সসেপশন আছে কিছু যেমন আমার ফ্যামেলি মেম্বার আর কাছের বন্ধুরা। আর আমি কিছু কিছু মানুষকে কোন না কোন কারনে পছন্দ করি। সেটা তাদের মতাদর্শ/লেখালেখি/কাজকারবার অথবা তাদের সাথে মেশার কারনে আর যে কোন কিছুর কারনে হতে পারে। তাদের রিকুয়েস্ট পেলে বলি আচ্ছা একদিন এঁকে দেব। তাদের ছবি কোন না কোন একদিন আঁকা হয়ে যাবে।
আবার অল্প কিছু মানুষ আছেন যারা যখন আমাকে বলেন আমার জন্য এই কাজটা করে দাও/দে তখন আমি এটা ভেবেই খুশি হয়ে যাই যে তারা আমাকে তাদের জন্য কাজ করতে বলছেন। পেমেন্ট পাই আর না পাই কিচ্ছু যায় আসে না। আমি দৌড় দিয়ে কাজগুলি করে দেই। তারা যদি বলে ওই যে আগুন দেখা যায়। যা ঝাপ দে। আমি প্রশ্ন ছাড়াই ঝাপ দিয়ে দেব।

1 comment:

  1. যুক্তি কথা ভাল লাগলো। কিপ ইট আপ ব্রাদার।

    ReplyDelete