গত কদিনে বেশ কিছু ব্যাপার ঘটে গিয়েছে।
প্রথমত আমি আর "দৈনিক যুগান্তর" এ কাজ করছিনা!
দ্বিতীয়ত কনসেন্ট্রেশন পুরোপুরি কমিক্সে দেব বলে ভাবছি।
মোটামুটি ব্যাস্ততা দিয়েই ২০১৮ শুরু হলো। মেহেদী ভাইয়ের আঁকা ছোটকাকু কমিক্স এর কালার শেষ করলাম কাল। আহমেদউল্লাহ ভাইয়ের ছড়ার বইয়ের কাজ ধরিয়ে দিয়েছেন উনি। যেটা এবারের বইমেলায় প্রকাশিত হবে। ওটার কাজ করছি। নতুন একটা প্রজেক্ট নিয়ে ভাবছেন গুরু। ওটার একটা পার্ট আমাকে করতে বলছেন। আমি এক্সাইটেড। ওটার জন্যও পড়াশুনা শুরু করেছি। দেখা যাক কি হয়। পাশাপাশি ইদানীং কাটছে পার্সপেক্টিভ, কম্পোজিশন আর কয়েকজন সিলেক্টিভ আর্টিস্ট এর কাজ স্টাডি করে। কমিক্সের ক্ষেত্রে আঁকার স্টাইলে চেঞ্জ আনার প্রয়োজনিয়তা টের পাচ্ছি।
শীতকালের সমস্যাঃ ০১
শীতকালের সমস্যাঃ ০২
গত রাতে কাজ করার ফাঁকে মুহম্মদ জাফর ইকবাল স্যার এর "কাবিল কোহকাফী" পড়তেসিলাম। এমন সময় রনবী স্যারের আঁকা কাবিল কোহকাফী দেখছিলাম মুগ্ধ হয়ে আর কাবিল এর এই রূপ আমার মাথায় পপ করে। এমনি এমনিই করা হাল্কা স্ক্রিবলটাকে প্রসুনের সাথে ফোনে কথা বলতে বলতে পেন্সিলিং করে ফেলি। পড়ে ধুপধাপ পেন আর ইঙ্ক ।
No comments:
Post a Comment