গতকাল স্টুডিওতে গেলাম মেহেদী ভাইয়ের কাছ থেকে রুপকথার কমিক্সের কাজটা বুঝে নেওয়ার জন্য। কাজ বুঝে নিয়ে অন্যান্য বিষয়ে আলাপ করছিলাম। একে একে উপস্থিত হলেন মিতু আপু, সম্পদ ভাই আর আসিফ ভাই। হুইহুই আড্ডা শেষে সম্পদ ভাইয়ের বাইকে চেপে চলে এলুম বাসায়। ঢাকা কমিক্সের প্রায় সবাইকেই একসাথে পেয়ে সেলফি খিঁচার চান্স মিস করলামনা!
প্রাক্তন কলিগ (দৈনিক যুগান্তর) আহমাদ উল্লাহ ভাইয়ের একটি ছড়ার বইয়ের ইলাস্ট্রেশনের কাজ দিয়েছেন এইবারের বইমেলার জন্য। ৭২ টি কার্টুন+ইলাস্ট্রেশন করতে হচ্ছে ওটার জন্য। আমার জান বেরিয়ে যাচ্ছে। হাতে সময় আছে মাত্র তিন-চার দিন। সাথে আছে শিশু অ্যাকাডেমীর রুপকথা কমিক্সের কাজ। জীবন চাপ-ময় সুন্দর :{
No comments:
Post a Comment