Wednesday, July 5, 2017

ক্যানভাস আর মাগাজিন গলি

অনেকদিন যাওয়া হয়নি ঐ এরিয়ায়। তাই অফিস শেষে সিফাতকে নিয়ে চলে গেলাম আজ। মেরুল বাড্ডা থেকে রওনা হওয়ার পথেই কুফা লাগলো। রাস্তা পার হতে গিয়ে শার্ট ছিঁড়ে গেলে রিকশার হুডে লেগে। -_- হাতির ঝিল হয়ে মগবাজার এরপর রিকশায় সোজা নিউমার্কেট । চন্দ্রিমা মার্কেটে গিয়ে স্বর্গে চলে গেলাম। মানে জসিম ভাইয়ের আর্ট সাপ্লাইয়ের দোকান ক্যানভাসে। ওয়াটার কালারের জন্য ব্রাশ আর হ্যান্ডমেড পেপারের স্কেচবুক কিনলাম, এক্সপেরিমেন্টাল আঁকাআঁকির জন্য নিলাম ব্রাউন পেপার শিট। সিফাত নিলো হোয়াইট জেলি রোল। এরপরেই মডার্নে। সিফাত খুঁজছিল ক্রোকুইল নিব পেন। পেলামনা কোথাও। এরপর মদিনা চিকেন হাউস অ্যান্ড ফুড এর রসালো জিলিপি খেয়েই সোজা আরেক স্বর্গ নীলক্ষেতের ম্যাগাজিন গলিতে। পুরনো বইয়ের গন্ধ গায়ে মাখালাম। পরিচিত দোকানে বেশ কিছুক্ষণ গ্রাফিক নভেল আর কমিক্স ঘাঁটলাম ভাল কোন স্টান্ড অ্যালোন বইয়ের খোঁজে। নতুন একটা দোকানের সাথে বন্ধুত্ব হয়ে গেলো আজ । ঐ দোকানে দেখি অসংখ্য বই। ইমেজ ডিসি মার্ভেল এর অসংখ্য বই। দোকানি জানালো স্টোরে আরো আছে। এর মধ্যেই পেয়ে গেলাম G.B. Trudeau এর "The Doonesbury Chronicles" বইটি। বেশ ভাল কন্ডিশনেই। বইয়ের মলাট উলটেই ভিতরে ভিতরে লাফ দিলাম আমি। চার-পাঁচশো পেইজওয়ালা এই বইয়ের প্রতি পাতায় পাতায় সব কমিক স্ট্রিপ।
একটা নিয়মিত কমিক স্ট্রিপ করার কথা বলছেন মেহেদী ভাই আর তাছাড়া মাথায় নতুন একটা কমিক স্ট্রিপ এর প্লট আর ক্যারেক্টার ঘুরছে। গত কিছুদিন "বেসিক আলি" আর জিতু এর কমিক স্ট্রিপ স্টাডি করছিলাম। কমিক স্ট্রিপ এর এই বিশাল কালেকশন দেখে বইটা হাতছাড়া করলাম না। দরদাম করে চারশোতে কিনে নিলাম। জয়তু নীলক্ষেত এর বইয়ের মার্কেট। এই পুরনো বইয়ের দোকানগুলি আছে বলে আমাদের মতো গরিবেরা কিছু পড়তে দেখতে পাচ্ছে। :D এই বই নতুন কিনতে গেলে আমার পকেট থেকে ৩৫০০+ টাকা খসতো। হাতে টাকাপয়সা এলে আবার একদিন যেতে হবে ঐ দোকানে। আরো কিছু বই চোখে পড়েছে কেনার মতো। এর আগে একবার ওই গলির এক দোকানে জাপানিজ মাঙ্গা গডফাদার Osamu Tezuka এর Buddha মাঙ্গা নভেলটার পাঁচ ইস্যু পেয়েছিলাম। পকেটে টাকা ছিলনা বলে কেনা হয়নি সেবার। পরে গিয়ে দেখি বিক্রি হয়ে গিয়েছে। দুঃখ পেয়েছিলাম আমি আর মাতাভ। চা আর বিড়ি খেয়ে ফিরে এলাম। এই টিএসসি, ডিইউ এর চারুকলা, হাকিম চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকাগুলিতে ঘুরাঘুরি করতে এতো ভাল লাগে আমার! কেন যেন খুব আপন মনে হয়। সময় সুযোগ হলেই দৌড় দেই। জীবনটা মন্দ না !

No comments:

Post a Comment