Thursday, July 27, 2017

Batman

Pen, Ink and Watercolor on handmade paper
I love this style which I'm recently obsessed with. No worries of being perfect or anatomically correct.
Just loose pen strokes, wet on wet watercolor and ink spatters

Sunday, July 23, 2017

Chester Bennington's Death || 20th July 2017

"It's easier to run
Replacing this pain with something numb
It's so much easier to go
Than face all this pain here all alone"

- Easier To Run, Linkin Park

It was 2005. Me, my brother Ron and Rontu were watching a music show where they featured Linkin Park and that was the year when I heard his voice first in my life. The song was "In the end", then they played "Lying from you" 'Numb' 'Crawling' ... And instantly I became a fan of that band. It was a totally new genre to me! Since then I never stopped listening to Linkin Park. I collected their first album "Hybrid Theory" when I was studying at B.S.P.I.
I loved all of the songs and of course voices behind them. Chester's screaming and Mike Shinoda's rap. Me and my brother... we passed our college-University life listening to LP among other bands. My madness about LP was terrific. I used to write their name on my desk, hall room, walls , tee Shirts, Jeans wherever I got chances..... Even I used to say I'll sell my family property to buy the ticket of Linkin Park Concert If it takes.

I did this graffiti on my wall and scolded by the landlord a bit.

Usually I dump my old clothing or give away to needy people. But I never dumped this Tee-Shirt. Never....I got this one from my brother Ronel back in 2012 and kept it in my bag since then... Still It's with me.
Hand painted T Shirt
I was performing "in the End" at the 
cultural program of Dept. Of Mechanical Engineering, DUET(2013)
My friend Bijon was with me. Unfortunately I lost the video.

I had a stamp with LP logo which I used almost all of my books and notes back in my University Life. I was just fascinated with LP. 
Chester, Mike, dave, Han, Rob, Brad Delson...... I read about them wherever I got article. I have almost all of their songs, concert videos, music videos, documentaries whatever I got on web and CD shops.... I owned them. I freakingly loved Linkin Park. The only band I never stopped listening over time. Still I listen to their playlist on youtube. 

I was drawing for Bicchu's that night... and I got the shocking news of Chester's Suicide on instagram feed while I was scrolling in my work break at middle of the night. I was shocked as hell and couldn't believe it. Chezy is no more...... I still can't believe it..... I just fucking can't. I can't think of Linkin Park without Chezy's scream. In my life I got hurt by many things, many acts... Chester's death is one of them.



Chester Bennington, thanks for giving me strength with your voice in my darkest times. You will be missed. May your soul rest in peace.

Drawings for Stress relief : 2

Ink and watercolor on Sketchbooks
most of the times rough and loose strokes of brushes and micron Pens


Friday, July 14, 2017

Winter is Coming

Almost all Game of Thrones fans are pretty excited about upcoming season 7
Me too!
Here is the Jon Snow version of me.
God I'm in love with watercolor. I wish I could master it :|

Sunday, July 9, 2017

আইলসামি

সারাদিন কাটাইসি ঘুরাঘুরি করে। রিয়াদ সম্রাট আর জনি সহ আড্ডাবাজি আর টইটই করে দড়ি ছিঁড়া ঘুরাঘুরি। গত দুতিনদিন ফ্রিস্টাইল আঁকাআঁকি ছাড়া কাজের কাজ কিছু হয় নাই এদের সাথে ঘুরতে ঘুরতে। :3 অফিসের জাকারিয়া ভাইয়ের টেক্সট দেখে খেয়াল হইলো প্রতিমঞ্চ এর একটা ইলাস্ট্রেশন করতে হবে আজ রাতের মধ্যে আর এই মুহূর্তে আমার অফিসের কাজ করতে ইচ্ছা করতেসেনা। স্টারের কাচ্চি খাইয়া আসার পর থেকেই ঝিমাইতেসি। :|

সর্বত মঙ্গল রাধে বিনোদিনী রায়
বৃন্দাবনের বংশিধারী ঠাকুরও কানাই
একলা রাধে যমুনাতে জল ভরিতে যায়
পেছন থেকে কৃষ্ণ তখন আড়ে আড়ে চায়

জল ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি
কলস আমার পূর্ণ করো রাধে বিনোদী
কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়
বামন কি আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়?
কাল কাল করিসনে লো ও গোয়ালের ঝি 
আমায় বিধাতা করেছে কাল আমি করব কী?
এক কাল যমুনার জল সর্বপ্রাণী খায়
আর এক কাল আমি কৃষ্ণ সকল রাধে চায়
এই কথা শুনিয়া কানাই বাঁশি হাতে নিল 
সর্প হয়ে কাল বাশি রাধেকে দংশিল
ডান পায়ে দংশিল রাধের বাম পায়ে ধরিল
মরলাম মরলাম বলে রাধে জমিনে পড়িল
মরবেনা মরবেনা রাধে মন্ত্র ভাল জানি
দুই এক খানা ঝাড়া দিলে বিষ করিব পানি
এমনও অঙ্গেরও বিষ যে ঝাড়িতে পারে
সোনার এই যৌবনখানি দান করিব তারে
এই কথা শুনিয়া কানাই বিষ ঝাড়িয়া দিল
ছেড়ে ছুড়ে রাধে তখন গৃহবাসে গেল
গৃহবাসে যেয়ে রাধে আড়ে বিছায় চুল
কদম ডালে থাইক্কা কানাই ফিইক্কা মারে ফুল

বিয়া নাকি করো কানাই বিয়া নাকি করো
পরেরও রমণী দেখে জালায় জলে মরো
বিয়া তো করিবো রাধে বিয়া তো করিবো
তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো
আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেধে যমুনাতে যাও
কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি
তুমি হওগো যমুনা রাধে আমি ডুইবা মরি

এমনও যুবতি রাধে যদি পেতে চাও
গলায় কলসি বেধে যমুনাতে যাও
কোথায় পাবো হাড় কলসি কোথায় পাবো দড়ি
তুমি হওগো যমুনা রাধে আমি ডুইবা মরি
রাধে

কাজকাম না কইরা ইউটিউবে গান শুইনা বেড়াইতেসি আর হাবিজাবি আঁকতেসি। আপাতত এই গান মাথায় ঢুকসে। বাইর হইতেসেনা।  :| 

Wednesday, July 5, 2017

ক্যানভাস আর মাগাজিন গলি

অনেকদিন যাওয়া হয়নি ঐ এরিয়ায়। তাই অফিস শেষে সিফাতকে নিয়ে চলে গেলাম আজ। মেরুল বাড্ডা থেকে রওনা হওয়ার পথেই কুফা লাগলো। রাস্তা পার হতে গিয়ে শার্ট ছিঁড়ে গেলে রিকশার হুডে লেগে। -_- হাতির ঝিল হয়ে মগবাজার এরপর রিকশায় সোজা নিউমার্কেট । চন্দ্রিমা মার্কেটে গিয়ে স্বর্গে চলে গেলাম। মানে জসিম ভাইয়ের আর্ট সাপ্লাইয়ের দোকান ক্যানভাসে। ওয়াটার কালারের জন্য ব্রাশ আর হ্যান্ডমেড পেপারের স্কেচবুক কিনলাম, এক্সপেরিমেন্টাল আঁকাআঁকির জন্য নিলাম ব্রাউন পেপার শিট। সিফাত নিলো হোয়াইট জেলি রোল। এরপরেই মডার্নে। সিফাত খুঁজছিল ক্রোকুইল নিব পেন। পেলামনা কোথাও। এরপর মদিনা চিকেন হাউস অ্যান্ড ফুড এর রসালো জিলিপি খেয়েই সোজা আরেক স্বর্গ নীলক্ষেতের ম্যাগাজিন গলিতে। পুরনো বইয়ের গন্ধ গায়ে মাখালাম। পরিচিত দোকানে বেশ কিছুক্ষণ গ্রাফিক নভেল আর কমিক্স ঘাঁটলাম ভাল কোন স্টান্ড অ্যালোন বইয়ের খোঁজে। নতুন একটা দোকানের সাথে বন্ধুত্ব হয়ে গেলো আজ । ঐ দোকানে দেখি অসংখ্য বই। ইমেজ ডিসি মার্ভেল এর অসংখ্য বই। দোকানি জানালো স্টোরে আরো আছে। এর মধ্যেই পেয়ে গেলাম G.B. Trudeau এর "The Doonesbury Chronicles" বইটি। বেশ ভাল কন্ডিশনেই। বইয়ের মলাট উলটেই ভিতরে ভিতরে লাফ দিলাম আমি। চার-পাঁচশো পেইজওয়ালা এই বইয়ের প্রতি পাতায় পাতায় সব কমিক স্ট্রিপ।
একটা নিয়মিত কমিক স্ট্রিপ করার কথা বলছেন মেহেদী ভাই আর তাছাড়া মাথায় নতুন একটা কমিক স্ট্রিপ এর প্লট আর ক্যারেক্টার ঘুরছে। গত কিছুদিন "বেসিক আলি" আর জিতু এর কমিক স্ট্রিপ স্টাডি করছিলাম। কমিক স্ট্রিপ এর এই বিশাল কালেকশন দেখে বইটা হাতছাড়া করলাম না। দরদাম করে চারশোতে কিনে নিলাম। জয়তু নীলক্ষেত এর বইয়ের মার্কেট। এই পুরনো বইয়ের দোকানগুলি আছে বলে আমাদের মতো গরিবেরা কিছু পড়তে দেখতে পাচ্ছে। :D এই বই নতুন কিনতে গেলে আমার পকেট থেকে ৩৫০০+ টাকা খসতো। হাতে টাকাপয়সা এলে আবার একদিন যেতে হবে ঐ দোকানে। আরো কিছু বই চোখে পড়েছে কেনার মতো। এর আগে একবার ওই গলির এক দোকানে জাপানিজ মাঙ্গা গডফাদার Osamu Tezuka এর Buddha মাঙ্গা নভেলটার পাঁচ ইস্যু পেয়েছিলাম। পকেটে টাকা ছিলনা বলে কেনা হয়নি সেবার। পরে গিয়ে দেখি বিক্রি হয়ে গিয়েছে। দুঃখ পেয়েছিলাম আমি আর মাতাভ। চা আর বিড়ি খেয়ে ফিরে এলাম। এই টিএসসি, ডিইউ এর চারুকলা, হাকিম চত্বর, শাহবাগ, নিউমার্কেট, নীলক্ষেত এলাকাগুলিতে ঘুরাঘুরি করতে এতো ভাল লাগে আমার! কেন যেন খুব আপন মনে হয়। সময় সুযোগ হলেই দৌড় দেই। জীবনটা মন্দ না !

Tuesday, July 4, 2017

Hagrid

Hagrid from Harry Potter
Pen, ink and watercolor
Whoa working with ink and watercolor is fun. Learning to control this medium.