Sunday, May 6, 2018

BANCARAS - Wacom Exhibition 2018

গত মাসে বাড়ি থেকে ঘুরে আসার পর থেকেই চরম ব্যস্ততায় দিন কাটছে। দেশি বিদেশি ফ্রিল্যান্স প্রজেক্ট, রস আলো, কিশোর আলো, প্রসূন এর ওয়াটারকালার ওয়ার্কশপ সব মিলিয়ে দম নেওয়ার সময় পাচ্ছিনা। এই মাসের তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত মোট তিনদিন  দৃক গ্যালারিতে হয়ে গেলো BANCARAS - Wacom young cartoonist award and Exhibition 2018 নামে কার্টুন প্রদর্শনি। এই প্রথম ওয়াকম অফিশিয়ালি বাংলাদেশি কোন ইভেন্টকে স্পন্সর করলো। এক্সিবিশনে আমার দুটি আর্টওয়ার্ক স্থান পেয়েছিল। তাও লেট সাবমিশন। ক্যাটাগরি ছিল মোট তিনটা, Future of Art, Caricature আর Free theme.
ফিউচার অফ আর্টে বিজয়ী নাজমুস সাকিব, ক্যারিকেচারে প্রসূন হালদার আর ফ্রি থিমে বিজয়ী সালমান সাকিব শাহরিয়ার। প্রথম দুইদিন গিয়েছিলাম। শেষের দিন যেতে পারিনি একটা ফ্রিল্যান্স প্রজেক্টের সাবমিশন ছিল বলে। ক্যারিয়ারে এটা দ্বিতীয়বারের মতো কোন এক্সিবিশনে আমার অংশগ্রহন ছিল। বরাবরের মতোই প্রথম দুইদিনেই বেশ মজা পেয়েছিলাম। পরিচিত আর্টিস্টদের সাথে দেখা হওয়া, চা আর আড্ডা, ওর এক্সিবিশনে আসা, বন্ধুদের সাথে দেখা হওয়া সব মিলিয়ে দারুন। কিছু ছবি আপ করে রাখি।
ব্রোশিউর
প্রথম দিনে আমি আর সব্য দুপুরেই চলে গেলাম মেহেদী ভাইয়ের ডাকে। গিয়ে টুকটাক হেল্প করলাম ফ্রেমড আর্টওয়ার্ক গুলি অরগানাইজের কাজে। এক ফাঁকে আমরা এক চিপায় গিয়ে ভুনা খিচুড়ি আর চা খেয়ে এলাম।

বস আহসান হাবিব আর বানকারাস এর প্রেসিডেন্ট বেনু ভাই
সেলফি সেলফি।
(আবু ভাইয়ের ফেসবুক ওয়াল থেকে নেওয়া ছবি)
এক্সিবিশন মাত্র শুরু হল 
মিতু আপু, মাতাভ, সালমান আর মেহেদী ভাই 
পরাগ, আহনাফ ভাই, তীর্থ ভাই, আমি আর সব্য
আমার সাবমিশনঃ ০১
আমার সাবমিশনঃ ০২
Post apocalyptic Virtual Reality
Category: Future of art
Inspiration: Moebius
SM Sultan
Category: caricature 
(এটা একদম এক্সিবিশনের আগের রাতের তারাহুরা সাবমিশন। মেহেদী ভাই বললেন আঁকা পাঠাও। আমিও একটা ট্র্যাডিশনালি আঁকা এসএম সুলতানের ক্যারিকেচারের উপর ধুমধাম জিপেন চালিয়ে পাঠিয়ে দিলাম।)
দ্বিতীয় দিন ছিল লাইভ ক্যারিকেচার এর আয়োজন

লাইভ ক্যারিকেচার

No comments:

Post a Comment