Monday, April 16, 2018

আমি সে আর চালতার আঁচার

- আজ সন্ধ্যায় তুই ব্যস্ত?
- ক্যান? কি করবি?
- চাঁদনী চকে গিয়ে চালতার আঁচার খেতে ইচ্ছে করছে। 
- আচ্ছা দেখি। টাইম বের করতে পারলে জানাবো তোকে।
- ওকে... রিজন অবশ্য অন্যটা!
- কি?
- তোর সাথে হাঁটতে ইচ্ছে করছে। অফিসে থেকে বের হয়ে কাকলী পর্যন্ত।
- আচ্ছা। আসবো আমি।  

সারাদিন কাজ শেষে তার অফিস এলাকায় পৌঁছানো। এর পর তার অফিস শেষে হেঁটে কাকলীর মোড়ে যাওয়া। ওখান থেকে জ্যামের মধ্যেই বাসে করে নিউ মার্কেট চাঁদনী চকে শুধুমাত্র আঁচার খাওয়ার জন্য যাত্রা। চাঁদনী চকে গিয়ে দেখলাম একজন মানুষ কিভাবে সন্ধ্যার নিউ মার্কেটের মোড়ের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাতে মেখে একাকার করে ঝাল ঝাল চালতার আঁচার খেতে পারে। ঝালে উহ আহ করছে কিন্তু বলছে পানি খাবেনা। কিছুক্ষণ পর ইশারা করল পানি খাবে। পানি খাইয়ে দিতে দিতে আমি আবার তার প্রেমে পড়লাম। 
Pernille ørum এর একটা টিউটোরিয়াল দেখে দেখে প্রোফাইল আঁকার নতুন অ্যাপ্রোচ প্র্যাকটিস। চেহারা মেলে নাই অবশ্য। চাইনিও মেলাতে। :3  

2 comments:

  1. I can't express, how great it feels to see a bangla art blog. I really am thankful to you. Keep up the good work. I will surely recommend this to my friends.
    wish there were more people in the comment section..............

    ReplyDelete
  2. Oh hey thanks for catching me up. :)

    ReplyDelete