Friday, February 9, 2018

SM Sultan

ম্যালা দিন বাদে আজ একটু ফ্রি হলাম। গত মাস থেকেই বইমেলার ব্যস্ততা শুরু হয়েছিল। এর মাঝেই মাল্টিপল কাজ করা হয়েছে। একটা ছড়ার বইয়ের কাজ করলাম যেটার জন্য প্রায় সত্তর টা কার্টুন+ইলাস্ট্রেশন করা হয়েছে আর সাথে দুইটা কভার ডিজাইন। এক ছোট ভাইয়ের জন্য ব্রান্ড ডিজাইন, রবিন ভাইয়ের একটা কাজ আর শিশু একাডেমীর জন্য একটা রূপকথার কমিক্স। এই কমিক্সটি ভালই সময় নিয়েছে আর কাজটি ছিল আমার জন্য চ্যালেঞ্জিং যার কারনেই বেশি সময় নিয়েছে আর করার সময় বেশ ভয়ে ভয়ে ছিলাম। কারন কাজটি করেছি ঢাকা কমিক্স এর হয়ে। পেন্সিলিং ছিল আসিফ ভাইয়ের, মেহেদী ভাইয়ের আর আমার। আমার সম্পূর্ণ কাজ হলে ভংচং করে একটা নামিয়ে দিতাম। কিন্তু আসিফ ভাই আর মেহেদী ভাই যেহেতু ছিল সেহেতু চেষ্টা ছিল যা জানি পারি তা সম্পূর্ণ দেওয়ার। দিয়েছিও। মেহেদী ভাই আর আসিফ ভাই দেখে বলেছে ভাল হয়েছে। এরপরে শান্তি। ওটার কভার সহ অন্য কাজগুলির ফাইলপত্তর পাঠিয়ে আজ একটু নিঃশ্বাস ফেললাম। এর মাঝে বইমেলায় যাওয়া হয়েছে বেশ কবার স্টলের কাজে। বইপত্তরও কেনা হয়েছে অল্প কিছু। আরো যেতে হবে অনেকবার এইবারের বইমেলায়। এই মাসে নিজের জন্য ধরতে গেলে কিছুই আঁকা হয়নি। এই একটা ক্যারিকেচার ছাড়া। তাও অসীম এর বাংলাক্যাচার গ্রুপের জন্য নামানো ধুপধাপ। আবার মিতু আপুর নতুন কমিক্সে হাত দিতে হবে আগামী কয়েকদিনের মধ্যেই আর একটা ব্র্যান্ডিং এর কাজ আছে হাতে। পিপিএইচে নতুন একটা কাজের জন্য নক পেলাম আর প্রথম আলো এর "রস-আলো" তে ফ্রিল্যান্স কাজের অফার পেলাম এর মাঝেই। চাকরি থেকে নাই হয়ে যাওয়ার পর ব্যস্ততা বেড়ে গেছে শতগুণে। আজ অনেকদিন বাদে ভাবলাম কোন কাজ-কাম করবোনা। মুভি দেখি আর ঘুমাই টুমাই। কিন্তু মুভি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। ভাল্লাগছেনা হুদাই বসে থাকতে। :D  
ক্যারিকেচারঃ এসএম সুলতান

চার তারিখের কথা। ঘুমাতে গিয়েছি সকালে কিন্তু আমার ঘুম আসেনা। মোটামুটি প্যানিকড হয়ে গেলাম। শিশু একাডেমী এর কাজটা নিয়ে। মেহেদী ভাইকে ওটা কমপ্লিট করে দেওয়ার কথা ছিল পাঁচ তারিখে। কিন্তু তখনো তিন পেইজ ইংকিং আর পাঁচ হয় পেইজ কালার আর কভারের কাজ বাকি। আমি ঘামতে শুরু করলাম ওই শীতের সকালে। আর ভাবতে লাগলাম কি করেছি এই কদিনে। কিছুই তো করিনি। না ঘুমিয়ে আবার কাজ শুরু করবো কিনা যেই ভাবতে গেছি তখন একটা গল্পের আইডিয়া পপ করলো মাথায়। সেই গল্পের কমিক্স নামিয়ে ফেলবো ভাবছি এর মধ্যে সম্ভব হলে। মার্চ মাস থেকে বড় একটা প্রজেক্টের কাজ শুরু করবে বলে ভাবছেন গুরু। দেখা যাক কি হয়। জীবন সুন্দর। B{

No comments:

Post a Comment