Thursday, November 16, 2017

হুমায়ূন আহমেদ আর হিমু

প্রয়াত স্যার হুমায়ূন আহমেদ... যার বই আমাকে পাঠ্যবইয়ের বাইরের বই পড়তে শিখিয়েছিল।
যখন সুইডিশ পলিটেকনিকে পড়তাম তখন আমি আর কয়েকজন বন্ধু ব্র্যাক লাইব্রেরি এর সদস্য হয়েছিলাম। ওই লাইব্রেরিতে হুমায়ূন আহমেদ এর অনেক বই ছিল যার সবগুলোই পড়ে ফেলেছিলাম আমরা। রাতদিন শুয়ে গড়িয়ে পড়তাম হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায় আর সমরেশ মজুমদারের বই! 
শুভ্র, হিমু, মিশির আলী আর তাদের স্রস্টা 

হিমু!
একটা সময় ছিল যখন নিজেকে হিমু ভাবতাম। হিমুর মতো কথা বলার চেষ্টা করতাম আর হিমুর ভাবভঙ্গী অনুকরণ করার চেষ্টা করতাম!

No comments:

Post a Comment