হ্যালো ব্লগস্পট! অনেকদিন পর প্রায় দেড় বছর বাদের পোস্ট লিখছি এই ব্লগে। এখন ব্লগে আর কেন জানি আলসেমি করে লেখা হয়ে উঠেনা । এর মাঝে পেরিয়ে গেছে অনেক সময়, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আঁকাআঁকির নতুন ধারায় এসেছি মনে হয়। ইদানীং মেক আর টেক রিলেটেড জিনিসপত্র আঁকতে ভাল্লাগে খালি। এর মধ্যেই লুঙ্গিম্যান কমিক্সের ৩ নাম্বার কপি পাবলিশ হয়ে গেছে ঢাকা কমিক্স থেকে ২০২১ এর ম্যাড়ম্যাড়ে বইমেলায়। পৃথিবীর অন্যসব দেশের মতো ২০২০ এর মার্চ মাস থেকে বাংলাদেশও কভিড মহামারীর কবলে পড়েছে। এখনো পর্যন্ত এই মহামারীর কাছে সবাই পর্যুদুস্থ। পারতপক্ষে বাইরে যেওনা, বাইরে গেলেও মাস্ক পরে সানগ্লাস পরে হাতে স্যানিটাইজারের বোতল নিয়ে যাও। কিছুক্ষণ পরপর হাতে স্প্রে করো, বাইরে থেকে এসে সব ধুয়ে দাও, স্নান করে জীবাণু ধুয়ে ফেলো, হাট ধোও কিছুক্ষণ পরপর, অফিসের কাজ বাসায় বসে করো, মীটিং, আড্ডা সব অনলাইনে হয়তো গুগল মিটে অথবা জুম মিটিঙয়ে সেরে নাও, বাজার করো অনলাইন শপ থেকে, ব্লা ব্লা ব্লা ...... এরকম সবকিছুই অনলাইনে। গত দেড়বছর ধরে এইই চলছে। ক্লান্তিকর আর একঘেয়ে রুটিন। আর ভাল লাগেনা। আবার মাঝেমাঝে ভাল লাগে। কভিডের দোহাই দিয়ে ঘরে বসে থাকা যায়। বের হতে হয়না। ঠিক কেমন যেন সব।