Monday, December 26, 2016

December Log 2

এই মাসে একটু ছেরাবেড়া অবস্থায় আছি অফিসের কাজ আর অন্যান্য কাজ নিয়ে। মেহেদী ভাইয়ের "রুহান রুহান ৪" এর ফ্ল্যাট কালারের কাজ করছি। :D ঢাকা কমিক্সের হয়ে প্রথম কাজ এটা। প্রাইমারি একটা গোল আনলকড। ঢাকা কমিক্স এর স্টুডিও নেওয়া হয়েছে হাতির ঝিল সাত রাস্তার মোড়ে। অফিসের ডে অফ থাকলে সেখানে যাই। মেহেদী ভাই আসিফ ভাইদের ধারেকাছে বসে থাকার চেষ্টা করি। :D এর মধ্যে পাঞ্জেরী পাব্লিকেশনের একটা কমিক্সের কাজ পেয়েছি যেটা পাবলিশ হবে সামনের একুশে বইমেলায়। নিজস্ব কাজকাম তেমন না করলেও জীবন সুন্দর। একটু একলা থাকার বদভ্যাস হয়ে গেছে। :/ 
রাত জেগে যখন কাজ করি 

প্রসূনের লাইনআর্টে আমার কালার
আসিফ ভাই

Finding Bangladesh আর Dhaka Comics এর আয়োজনে কালার চ্যালেঞ্জ ছিল। গাজী কালু চম্পাবতীর প্রিন্স গাজী কে। লাইনআর্ট আসিফ ভাইয়ের। :D 
জিতে গেছি। আমার কালার প্যালেট ছিল গাজীর পট থেকে ইন্সপায়ার্ড। 
গত কয়েকমাস ধরে আমি Phonophobia তে আক্রান্ত।
ফোনে কথা বলতে গেলেই অস্বস্তি লাগে :/


Thursday, December 1, 2016

December Log

Crime Master Gogo
Friend Ismail

My Neighbour Totoro
Paul
Baby Groot. A collaboration with Rhythom.



Sunday, November 20, 2016

নভেম্বর লগ

Inktober project এ করা টিনটিন এর কালারড ভার্সন

Miss Peregrine Chibified

Friday, November 18, 2016

অক্টোবর - নভেম্বর

ফাহাদ লোকমান 

ডুব - অর্ণব

whats up life?

I love Coffee
Dud mosquito vaporizer 

Kubo fan art

A portrait on request

Bullies

Fan art of Snowball from "The Secret Life of Pets"

It's Trump

Vutu

Turned a pair of lights into WALL.E 

Friday, October 21, 2016

Artists community

মেহেদী ভাই বুঝাচ্ছিলেন স্কেচবুকিং এর সুবিধা আর ক্যাম্নে কি :D

যুগান্তর এর জয়েন করার আরেকটা কারন। খলিল ভাইকে পাওয়া।

রিও শুভ ভাইয়ের সাথে কালের কণ্ঠের অফিসের সামনে। উনাদের আঁকা দেখে দেখে এই আকান্তিস জীবনে প্রবেশ আমার। 

দ্যা গ্রেট সব্য দা! ( সব্যসাচী মিস্ত্রী )
কিছুদিন আগে কালের কণ্ঠের অফিসে গিয়েছিলাম একটা বিল আনার জন্য। আর পেয়ে গিয়েছিলাম উনাকে। আমার গুরুর গুরু। 


Thursday, October 20, 2016

অক্টোবর ২০১৬ - বিচ্ছুগিরির শুরু!

গত মাসের শেষের দিকে আকান্তিস এর স্কেচবুকিং ছিল হাতির ঝিল এ। মাহাতাব বললো রোমেল ভাই যুগান্তর আবার বিচ্ছু চালু করতেসে। একজন কার্টুনিস্ট খুঁজতেসে বিচ্ছুর জন্য। বিভাগীয় সম্পাদক আমার পরিচিত। আপনার কাজ দেখে পছন্দ করসে। করবেন জবটা? দোনামোনা করে রাজি হলাম। এরপরও কনফিউশন ছিল। আসলে আমার লিমিটেশন পছন্দ না। চাকরিভীতি আছে আমার। এরপরেও এই মাসে প্রায় হুট করেই পার্টটাইম কার্টুনিস্ট হিসেবে জয়েন করে ফেললাম "দৈনিক যুগান্তর" এ। সপ্তাহে তিনদিন ১১-৫ টা অফিস, জবে ফ্লেক্সিবিলিটি, এক্সপেরিয়েন্স নেওয়া, খলিল ভাইকে পাওয়া সব মিলিয়ে রাজি হয়ে গিয়েছিলাম। আর গুরু মেহেদী ভাইয়ের অ্যাডভাইস তো ছিলই এ ব্যাপারে। তো জয়েন করার পরেই ব্যস্ততা শুরু। বিচ্ছু আগে ছিল ফান ম্যাগাজিন। এখন হচ্ছে ট্যাবলয়েড। কার্টুন তো আছেই। প্রতি পাতার যত গ্রাফিক ওয়ার্ক আছে সব আমাকেই সামলাতে হচ্ছে। যার কারনে এই মাসের প্রথম দু সপ্তাহ বেশ দৌড়ের উপর ছিলাম সব মিলিয়ে। অনেক হেনতেন পেরিয়ে এই মাসের ১৬ তারিখ আমরা বিচ্ছুর প্রথম ট্যাবলয়েড ভার্সন বের করলাম। নতুন আর উদ্যমী তরুন বিভাগীয় সম্পাদক সিয়াম, মাহাতাব, মাহির সহ একঝাক কন্ট্রিবিউটির কার্টুনিস্ট আর আমার হাত ধরে পুনঃজন্ম নিলো বিচ্ছু !
দ্বিতীয় ইস্যুতেও কিছু কাজ নতুন করে করতে হলো। বিচ্ছুর পুরনো লোগোটাকে নতুন করলাম। আইকন গুলোকে ইম্প্রোভাইজ করলাম। কিছু সেকশনের নতুন আইকন বানালাম। আর কার্টুন তো আছেই। এই মাসে ফ্রিল্যান্স কাজ তেমন করা হয়নি এই এক বিচ্ছুর চক্করে পড়ে। তবে আশা করি সামনে থেকে এতো পেরা থাকবেনা।

প্রথম ইস্যু থেকে কিছু ছবি তুলে রাখি ব্লগে।
কভার করেছিলেন রাজিব ভাই।

দাদুভাইয়ের কুট্টুস এ আমার আঁকা

এই কমিক্সটা করে মজা পেয়েছিলাম 
বেশ সময় নিয়ে আঁকা। ফার্স্ট ক্রাউড ড্রয়িং!

বাজে একটা কাজ। আউটপুট ভাল লাগেনি আমার এই কাজটার।

মাহাতাব এর আঁকা

দ্যা গ্রেট খলিল ভাইয়ের আঁকা।

Saturday, September 24, 2016

কালের কণ্ঠে করা কাজ

কিছু কাজ করেছিলাম কিছুদিন " দৈনিক কালের কণ্ঠ" এর ফান সাপ্লিমেন্ট "ঘোড়ার ডিম" এ।
তুলে রাখি ব্লগে