এই মাসে একটু ছেরাবেড়া অবস্থায় আছি অফিসের কাজ আর অন্যান্য কাজ নিয়ে। মেহেদী ভাইয়ের "রুহান রুহান ৪" এর ফ্ল্যাট কালারের কাজ করছি। :D ঢাকা কমিক্সের হয়ে প্রথম কাজ এটা। প্রাইমারি একটা গোল আনলকড। ঢাকা কমিক্স এর স্টুডিও নেওয়া হয়েছে হাতির ঝিল সাত রাস্তার মোড়ে। অফিসের ডে অফ থাকলে সেখানে যাই। মেহেদী ভাই আসিফ ভাইদের ধারেকাছে বসে থাকার চেষ্টা করি। :D এর মধ্যে পাঞ্জেরী পাব্লিকেশনের একটা কমিক্সের কাজ পেয়েছি যেটা পাবলিশ হবে সামনের একুশে বইমেলায়। নিজস্ব কাজকাম তেমন না করলেও জীবন সুন্দর। একটু একলা থাকার বদভ্যাস হয়ে গেছে। :/
রাত জেগে যখন কাজ করি
প্রসূনের লাইনআর্টে আমার কালার
আসিফ ভাই
Finding Bangladesh আর Dhaka Comics এর আয়োজনে কালার চ্যালেঞ্জ ছিল। গাজী কালু চম্পাবতীর প্রিন্স গাজী কে। লাইনআর্ট আসিফ ভাইয়ের। :D
জিতে গেছি। আমার কালার প্যালেট ছিল গাজীর পট থেকে ইন্সপায়ার্ড।
গত কয়েকমাস ধরে আমি Phonophobia তে আক্রান্ত।
ফোনে কথা বলতে গেলেই অস্বস্তি লাগে :/